4:28 pm , August 18, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্র ও যুবলীগের হামলায় গুলিবিদ্ধ বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য রুহুল আমীনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও ১৮ নং ওয়ার্ড থেকে একটানা ৪ বার নির্বাচিত সফল কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ। রোববার মীর জাহিদ অসুস্থ শয্যাশয়ী রুহুল আমীন কে দেখতে তার বাংলা বাজারস্থ বাসায় যান মীর জাহিদ। এ সময় তিনি রুহুল আমীনের চিকিৎসার সার্বিক খোজ খবর নেন এবং তাকে তাৎক্ষনিক আর্থিক সহায়তা করেন। একই সাথে রুহুল আমীনের সুস্থ্য হতে পরবর্তী চিকিৎসার যাবতীয় খরচ তিনি বহন করবেন বলে রুহুল আমীন ও তার পরিবারকে আশ^স্ত করেন। প্রসঙ্গত গত ৪ আগস্ট করিম কুটির এলাকায় ছাত্র ও যুবলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রদল নেতা কর্মীদের সাথে নিয়ে আন্দোলনকারীদের সহায়তা করতে ঘটনাস্থলে যান রুহুল আমীন। এসময় ছাত্র ও যুবলীগের ছোড়া গুলিতে বিদ্ধ হন রুহুল আমীন। এতদিন তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।