4:22 pm , August 18, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ সরকারী বরিশাল কলেজের নতুন ভবন ও ছাত্রাবাস নির্মান, পরিবহনের ব্যবস্থার দাবীতে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। শিক্ষার্থীদের বাধ্য করে স্মারকলিপি দেয়া হয়েছে বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটি ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর কমিটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি বরিশাল কলেজের ব্যানারে সকালে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে দাবির পক্ষে স্লোগান দেয়। এসময় শিক্ষার্থী প্রতিনিধিরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান শিক্ষা প্রসার প্রকল্পের আওতায় নির্মিতব্য ছয়তলা ভবন নির্মাণ, শিক্ষার্থীদের জন্য মসজিদ সংলগ্ন জমিতে একটি ছাত্রাবাস নির্মাণ ও শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা গ্রহনের দাবি করেছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি বরিশাল কলেজে অ্যাকাডেমিক, আবাসিক ভবনের সংকট রয়েছে। সেইসাথে শিক্ষার্থীদের কোন পরিবহণ ব্যবস্থাও নেই। অথচ দক্ষিণবঙ্গের অন্যতম এ কলেজটিতে শুধু বরিশাল শহরের নয় গোটা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষার্থীরা পড়াশুনা করে। হলের সুবিধা না থাকায় শিক্ষার্থীদের বাহিরে বাসা ভাড়া করে থাকতে হয়, আবার পরিবহণ ব্যবস্থা না থাকায় বাড়তি অর্থ ব্যয় করে কলেজে আসা যাওয়া করতে হয়। সবমিলিয়ে ভবনের সংকট নিরসন ও পরিবহনের ব্যবস্থা হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটি ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর কমিটির নেতৃবৃন্দ পৃথক বিবৃতির মাধ্যমে দাবি করেছেন, একরকম জোর করে শিক্ষকরা আজ শিক্ষার্থীদের ভবন নির্মাণের কর্মসূচিতে অংশগ্রহণ করিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষকদের শিক্ষার্থীদের জিম্মি করে এ ধরনের হীন কাজ করা থেকে বিরত হওয়ার আহ্বান জানান এবং সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ ধ্বংস করে ভবন নির্মাণ বন্ধের দাবি জানান।