4:21 pm , August 18, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
জেলা সিভিল সার্জন ডা: মারিয়া হাসান জানান, অনেক দেশে মাংকিপক্স দেখা দিয়েছে। বাংলাদেশে এখনও দেখা যায়নি। তবে দেখা দিলে করোনার মতো মাক্স ব্যবহার করতে হবে।জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন জানান, আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সেই সাথে আজকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। কৃষি বিপনন দপ্তর থেকে জানানো হয়, চালের দাম কেজি প্রতি দুই তিন টাকা বৃদ্ধি পেয়েছে। বয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমছে এবং ইলিশ মাছের দাম অপরিবর্তিত রয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, তার দপ্তরে ৮ শত মেট্রিক টন চাল মজুদ আছে। প্রয়োজন হলে সরবরাহ করা হবে।