4:15 pm , August 17, 2024
মো: আফজাল হোসেন, ভোলা ॥ হাফিজ উদ্দিন বিএনপিকে ন্দ্রীয় কমিটির স্থায়ীকমিটির সদস্য করায় ভোলা বিএনপির আনন্দ মিছিল। শনিবার সন্ধ্যার পর ভোলা জেলা বিএনপির আয়োজনে শহরের মহাজনপট্রিস্থ্য দলীয় কার্যালয় থেকে মিছিলটি জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর এর নেতৃত্বে বের হয়। মিছিলটি সদর রোড,বাংলাস্কুল মোড় ও নতুন বাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ন-আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপনদের নেতৃত্বে আরো প্রানবন্ত হয়ে উঠে মিছিলটি। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে আনন্দ মিছিলটি। থানা বিএনপির সাধারন সম্পাদক মো: হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারন সম্পাদক খন্দকার আলামিন, কৃষকদল সভাপতি মো: সেন্টু ও জেলা ছাত্রদল সাধারন সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতাদের নেতৃত্বে এসব সংগঠনের নেতাকর্মীরা এই আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে ভোলা শহর। প্রান ফিরে পায় দীর্ঘ দিন পর নেতাকর্মীরা। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে জেলা বিএনপির আয়োজনের মিছিলে সকল নেতাকর্মীদের একটাই স্লোগান খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা মেজর হাফিজকে স্থায়ী কমিটির সদস্য করায়। ভোলা জেলার মাটি বিএনপির ঘাটি। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসে।