শুধু মাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে ২৪ ঘন্টাই প্রযোজ্য ॥ আজ থেকে শতভাগ কার্যকর শুধু মাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে ২৪ ঘন্টাই প্রযোজ্য ॥ আজ থেকে শতভাগ কার্যকর - ajkerparibartan.com
শুধু মাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে ২৪ ঘন্টাই প্রযোজ্য ॥ আজ থেকে শতভাগ কার্যকর

4:11 pm , August 17, 2024

বরিশালে বিআরটিসি বাসে ৩০ শতাংশ ভাড়া মওকুফ

নিজস্ব প্রতিদেক ॥ শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ৩০ শতাংশ ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিআরটিসি বাস ডিপো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো তা শতভাগ কার্যকর হয়নি। আজ রোববার থেকে সিদ্ধান্তটি শতভাগ কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে বিআরটিসি কর্তৃপক্ষ। তবে শুধু মাত্র কলেজ ও বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই সিদ্ধান্তের আওতায় আসবে এবং ২৪ ঘন্টাই এ সুবিধা পাবে তারা। শুধু বরিশাল বিভাগ নয় দেশের কোন স্থানে যাতায়াতের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে।
বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজার জামিল হোসেন বলেন শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিত্রে আমরা ৩০ শতাংশ ভাড়া কমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার আমাদের ইন্টারন্যাল সিদ্ধান্ত। তবে এটা নিয়ে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। অনেকে মনে করছেন সব শিক্ষার্থীর ক্ষেত্রে এই সিদ্ধান্ত হয়েছে। বিষয়টা এমন না। শুধু মাত্র কলেজ ও বিশ^বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি আরো বলেন বরিশাল বিভাগে অবস্থিত সকল বিআরটিসি বাস কাউন্টারে দিন ও রাতের যে কোন সময় বরিশাল বিভাগ ও বরিশালের বাইরে যে কোন স্থানে গমনে ৩০ ভাগ ভাড়া কম দিয়ে যাতায়াত করতে পারবে। তবে অবশ্যই বৈধ পরিচয় পত্র প্রদর্শন করতে হবে। তিনি বলেন যোগাযোগের সীমাবদ্ধতার কারনে বিভাগের সকল কাউন্টারম্যানদের জানানো এখনো সম্ভব হয়নি। তবে সকল শিক্ষার্থীদের কাছে আমার ফোন নম্বর দেওয়া আছে। ভাড়া কম নেওয়ার ক্ষেত্রে কোন কাউন্টার থেকে সমস্যা করলে আমাকে ফোনে দেওয়ার জন্য অনুরোধ করেছি।
প্রসঙ্গত বুধবার রাতে কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমন্বয়ক সুজয় শুভসহ সাধারণ শিক্ষার্থীরা বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেনের সাথে আলোচনা করেন। এর প্রেক্ষিতে ওই সময়ই ৩০ শতাংশ ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT