গুলিবিদ্ধ নাঈম বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে গুলিবিদ্ধ নাঈম বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে - ajkerparibartan.com
গুলিবিদ্ধ নাঈম বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে

4:09 pm , August 17, 2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে
তরিকুল ইসলাম, পিরোজপুর প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় বিনা চিকিৎসায় যন্ত্রণায় কাতরাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আহত নাঈম। তার পায়ে গুলির জখম। ক্ষতস্থানের যন্ত্রণার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে অজানা আতঙ্কও ভর করেছে তার মাঝে। সুস্থ হয়ে শুধু ঘুরে দাঁড়ানোর আকুতি তার। গত ৫ আগষ্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে তার ডান পা ঝাজড়া হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা না হওয়ায় তাৎক্ষনিকভাবে সাধারণ ছাত্ররা তাকে রাজধানীর সুগন্ধা হাসপাতালে ভর্তি করে এবং নিজেরাই দুই ব্যাগ রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলেন।
দুই দিন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাভাবে রাজধানীতে চিকিৎসা করাতে না পেরে তার স্বজনরা তাকে গত ৮ আগষ্ট  বাড়ীতে নিয়ে যান। বর্তমানে নাঈম ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মিপুরা মহল্লার বটতলা সংলগ্ন তার নিজ বাড়ীতে প্রচন্ড যন্ত্রণায় এবং শ^াষকষ্ট নিয়ে বিছানায় কাতরাচ্ছে।  বসতে পর্যন্ত পারছেননা ।
আহত নাঈম জানান, অসহায় পরিবারকে সাহায্য করতে পড়া-লেখা বন্ধ করে কয়েক বছর পূর্বে ঢাকায় গিয়ে নির্মান শ্রমিকের কাজ নেন। গত ৫ আগষ্ট বিবেকের তাড়নায় শত শত ছাত্র হত্যার প্রতিবাদ ও সরকার পতনের আন্দোলনে যুক্ত হন। এসময় যাত্রাবাড়ী এলকায় মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে তিনি গুলিবিদ্ধ হন।
তার বড় ভাই ফিরোজ সিকদার জানান, অর্থাভাবে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসকরা বলেছেন, তার শরীরে এখনও অনেক ছররা গুলির গুড়া রয়েছে। সব বের করতে গেলে তা ডান পা দিয়ে আর কাজ হবে না। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তার ভাইকে নিয়ে তিনি এখন কোথায় যাবেন? একটি তাজা প্রাণ ঝড়ে যাওয়ার পূর্বে সরকারি সহায়তায় জন্য আবেদন জানিয়েছেন স্বজনরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT