সালমানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন সালমানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন - ajkerparibartan.com
সালমানের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

3:57 pm , August 17, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সালমান খান (২৭) নামের যুবক। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। গত সাত দিন থেকে ডায়ালাইসিস এর জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের তৃতীয় তলায় ৫ নম্বর বেডে ভর্তি রয়েছে। বিমানবন্দর থানার হরিনাফুলিয়ার কঠুয়াকাঠী গ্রামের বাসিন্দা মৃত নুরুল হক খান এর ছেলে সালমান পেশায় দিনমজুরের কাজ করতো। হতদরিদ্র সালমানের সাত বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। দুরারোগ্য এই ব্যাধিতে আক্রান্ত সালমানের চিকিৎসা বেশ ব্যয়বহুল বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসকরা। অতি শীঘ্রই কিডনি প্রতিস্থাপন করা না হলে তার প্রাণ সংশয় হতে পারে। হতদরিদ্র সালমানের পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা করানো অসম্ভব প্রায়। শেরেবাংলা মেডিকেল কলেজে তার ডায়ালাইসিসের খরচ জোগাতেই হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে। এ অবস্থায় সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে সালমান ও তার পরিবার। যাতে করে তার শিশুসন্তান পিতৃ ছায়া বঞ্চিত না হয়। সাহায্য পাঠানোর ঠিকানা মোবাইল নম্বর ০১৩২৫৩৩৮৯৩১ (বিকাশ) ০১৯১৯৯৬৮০৫৮ (নগদ)।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT