3:57 pm , August 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে টাকা না দেয়ায় কুয়েত প্রবাসীকে মারধর করেছে বখাটেরা। গত ১৫ আগষ্ট উপজেলার পূর্ব হন্নি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত কুয়েত প্রবাসী মনির দেওয়ান (৩০) পূর্ব হন্নি গ্রামের পান্নু দেওয়ানের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্তরা হলো-পূর্ব হন্নি গ্রামের জামাল চৌধুরীর ছেলে বখাটে ইমন চৌধুরী, খোরশেদ মাঝি, আজম ও ফোরকান।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, কুয়েত থেকে আসার পর শিরিনের স্বামী মনিরের কাছে টাকা দাবি করে। টাকা না দেয়ায় বেধরকভাবে মারধর করেছে। বর্তমানে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্তে ঘটনাস্থলে গিয়েছে বলে ওসি ইয়াসিনুল হক জানিয়েছেন।