4:06 pm , August 15, 2024
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলা সদরের সাথে শিকারপুর বন্দরের সড়ক যোগাযোগের একমাত্র সড়কটি সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। যে কান সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শংকায় রয়েছে ওই এলাকার বাসিন্দরা। প্রায় ৩ মাস আগে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে সরকারি শিকারপুর শেরে বাংলা কলেজের সামনে ব্রীজের পাশে একটি বটগাছ সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবলে পড়লে এরপর থেকে ধীরে ধীরে ভাঙ্গনের তীব্রতা বেড়ে যায়। দু’মাস ধরে সন্ধ্যা নদীর ভাঙ্গনকবলিত সড়কটি রক্ষা করতে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে যে কোন সময় সড়কটি ও ব্রীজ বিলীন হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে উপজেলার শিকারপুর বন্দরের সাথে। শিকারপুর বন্দর ব্যবসায়ী হেমায়েত মুন্সি বলেন, সড়কটি নদীগর্ভে চলে গেলে শতশত ব্যবসায়ীকে পড়তে হবে চরম বিপাকে। বন্দরটিতে স্কুল , কলেজ ও মাদ্রাসা রয়েছে। ওই সড়কটি দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করছে। সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আনিসুর রহমান বলেন, সরকারি শেরে বাংলা কলেজের সামনে সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবলে পড়ে সড়ক ও ব্রীজ এখন হুমকির মুখে। যে কোন সময় বিলীন হওয়ার শংকায় রয়েছে সরকারি শেরে বাংলা কলেজের একাংশ। তিনি ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়ে বলেন, বিষয়টি লিখিতভাবে পানি উন্নায়ন বোর্ডকে জানালেও তারা তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না । বরিশাল পানি উন্নায়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। উজিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন বলেন, তিনি সড়কটির বেহাল দশা দেখেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।