বেতন বৃদ্ধির দাবীতে অপসোনিন কোম্পানীর শ্রমিকদের বিক্ষোভ বেতন বৃদ্ধির দাবীতে অপসোনিন কোম্পানীর শ্রমিকদের বিক্ষোভ - ajkerparibartan.com
বেতন বৃদ্ধির দাবীতে অপসোনিন কোম্পানীর শ্রমিকদের বিক্ষোভ

4:02 pm , August 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল নগরীর অপসোনিন ফার্মায় অবস্থান কর্মসূচী পালন করেছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন অপসোনিন ফার্মা দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপর অত্যাচার অনাচার করে আসছে। এতদিন ক্ষমতাসীনদের সাথে নানান যোগসাজস করে তারা শ্রমিক বিক্ষোভ দমন করে আসছিল। গত বুধবার থেকে অপসোনিন কারখানায় অযৌক্তিক শ্রমিক ছাঁটাই শুরু হলে শ্রমিকরা তার প্রতিবাদ করে এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা সহ দীর্ঘদিন ধরে কাজ করা অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং ন্যায্য মজুরি প্রদান, ৮ ঘন্টা ডিউটিসহ ৯ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে। কিন্তু এই অবস্থান কর্মসূচি করার সময় মালিকপক্ষ তাদেরকে নানান রকম হুমকি হয়রানি করে। পরবর্তীতে সেনাবাহিনী এসে শ্রমিকদের দাবী দাওয়া শুনে মালিক পক্ষের সাথে আলাপের মাধ্যমে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়। এরপর সেনাবাহিনীর আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসে শ্রমিকরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT