মিছিলে মিছিলে মুখরিত ভোলা শেখ হাসিনার দ্রুত বিচার দাবী মিছিলে মিছিলে মুখরিত ভোলা শেখ হাসিনার দ্রুত বিচার দাবী - ajkerparibartan.com
মিছিলে মিছিলে মুখরিত ভোলা শেখ হাসিনার দ্রুত বিচার দাবী

4:00 pm , August 15, 2024

মো: আফজাল হোসেন, ভোলা ॥  গতকাল ১৫ ই আগস্ট স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো ভোলার রাজপথ। শহরের প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে দখলে রেখেছে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল ১৫ আগস্ট বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল আসতে থাকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে। সেখান থেকে শহরের নতুন বাজারস্থ প্রেসক্লাব,বাংলাস্কুল মোড়,কালি বাড়ি মোড়সহ শহরের প্রতিটি মোড়ে আবস্থান নেয় দলীয় এসব নেতাকর্মীরা। এসময় তাদের মাঝে ছিলো  বিজয়ের উল্লাস। মিছিলে মিছিলে মুখরিত হয় পুরো শহর। এসময় বক্তারা বলেন,আগস্ট মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস। ছাত্র-জনতা এই মাসে বিজয় অর্জন করেছে। জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, থানা বিএনপির সাধারন সম্পাদক মো: হেলাল উদ্দিন,যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন ও স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দাকার আলামিন এর নেতৃত্বে নেতাকর্মীরা শহরে মিছিল শেষে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
বক্তারা শেখ হাসিনাকে গণহত্যার জন্য দ্রুত বিচারের সম্মুখীন করার দাবী জানিয়ে বলেন,এখনো ভারতে বসে দেশ বিরোধী স্বড়যন্ত্র করা হচ্ছে। সকল ধরনের স্বড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে। বর্তমানে একটি শ্রেণি  হিন্দু সম্পদায়কে পুঁজি করে পানি ঘোলা করার চেষ্টা করছে। এসব বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। কোন ধরনের অন্যায় মেনে নেয়া হবে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT