4:13 pm , August 14, 2024
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় শেখ হাসিনার বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৪ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় বানারীপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছাত্র-জনতা এবং বিএনপির নেতা-কর্মী হত্যা ও গুমকারী হত্যাকারী সকল এমপি-মন্ত্রীদের বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলো মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক মল্লিক,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ,সদস্য সচীব তাওহীদুল ইসলাম প্রমুখ।