4:09 pm , August 14, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক দিবস পালন করবে না বরিশাল মহানগর আওয়ামীলীগ। ১৪ আগস্ট সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এ কে এম জাহাঙ্গীর। তিনি আজকের পরিবর্তন কে বলেন, আমরা মহানগর আওয়ামীলীগ শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজ কোন কর্মসূচী থাকবে না। তিনি বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে দিবসটি পালন নিয়ে পক্ষে বিপক্ষে মতামত রয়েছে। সব মতামত নিয়ে আমরা বিবেচনা করে দেখেছি এই মুহূর্তে নেতাকর্মীদের জীবন নিয়ে রিস্ক নেওয়া যাবে না। মাঠে নামলে হামলার সম্ভাবনা রয়েছে। তাই আমরা দিবসটি পালন করা থেকে বিরত থাকব।