4:17 pm , August 13, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক তরুন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
মৃত রাসিব আকন (১৯) বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী ইউনিয়নের হোসনাবাদ ছোপখালী গ্রামের বাসিন্দা ইউনুস আকনের ছেলে। রাসিব পেশায় গভীর নলকুপ স্থাপন কাজের শ্রমিক।
কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাত সন্দেহে জনতা শ্রমিক রাসিবকে পিটিয়েছে। পরে গুরুতর অবস্থায় থানায় নিয়ে আসে। অবস্থা গুরুতর দেখে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।
কোতয়ালী মডেল থানার এসআই মো. মাইনুল ইসলাম বলেন, রাসিব হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা অতিক্রমকালে তাকে জনতা আটকে তল্লাশী করে। এ সময় রাসিবের কাছে একটি চাকু ও দা পাওয়া যায়। পরে চৌমাথা এলাকায় ট্রাফিকে কর্মরত শিক্ষার্থীরা তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।