সদর হাসপাতালে শিক্ষার্থীদের তিনটি টিমের পরিদর্শন সদর হাসপাতালে শিক্ষার্থীদের তিনটি টিমের পরিদর্শন - ajkerparibartan.com
সদর হাসপাতালে শিক্ষার্থীদের তিনটি টিমের পরিদর্শন

4:23 pm , August 12, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর (জেনারেল) হাসপাতাল অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার খুজে বের করতে পরিদর্শন করেছে শিক্ষার্থীদের কয়েকটি টিম। গতকাল সকাল থেকে অন্তত তিনটি টিম হাসপাতাল পরিদর্শন করে বলে আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন।
তিনি জানান, সকাল থেকে শিক্ষার্থীদের তিনটি টিম পৃথকভাবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও রান্নাঘর পরিদর্শন করেছে। একেকটিম একেক ধরনের সমস্যার কথা বলছে। তাদের আমি বলেছি, নিজেরা সমন্বয়ক করে একটি টিম হয়ে এসে সমস্যার কথা তুলে ধরুন। আমরা আমাদের সাধ্যমতো সমাধানের চেষ্টা করবো। হাসপাতাল পরিদর্শন করা টিমের সদস্য বিএম কলেজ শিক্ষার্থী নাহিদ বলেন, আমরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পেয়েছি। বিশেষ করে রান্না ঘরে বেশি সমস্যা পাওয়া গেছে। আমরা বিষয়গুলো তুলে ধরে সমাধান করার আহবান জানিয়েছি।##

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT