রাষ্ট্র সংস্কারে সবাইকে এগিয়ে আসতে হবে -সরোয়ার রাষ্ট্র সংস্কারে সবাইকে এগিয়ে আসতে হবে -সরোয়ার - ajkerparibartan.com
রাষ্ট্র সংস্কারে সবাইকে এগিয়ে আসতে হবে -সরোয়ার

4:16 pm , August 12, 2024

বিশেষ প্রতিবেদক ॥ দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর কেউ হামলা করলে তাদের হাত ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বরিশাল ৫ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও মেয়র মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সহযোগিতা করতে তাদের গঠনমূলক সমালোচনা করবো। তাদের কাজে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করবো। ১২ আগস্ট সোমবার বরিশালের বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। বরিশালের মজিবর রহমান সরোয়ার সমর্থকগোষ্ঠীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আয়োজিত সমাবেশে বিএনপির এই নেতা আরো বলেন, গতদিন সালাউদ্দিন আহমেদ ফিরে এসেছেন, খুব শীঘ্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চলে আসবেন। সুষ্ঠু সুন্দর নির্বাচনে বিএনপি এবং বেগম খালেদা জিয়া আবারও ক্ষমতায় আসবেন।
মজিবর রহমান সরোয়ার বলেন, তার আগে আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদেরও ভূমিকা রাখতে হবে। একদল সংখ্যালঘু যে মিথ্যাচার করছে তা এখন বিশ্ব জেনে গেছে। তাদের কথায় কান না দিয়ে আমরা আমাদের হিন্দু ভাইবোনদের জানমালের নিরাপত্তা নিশ্চিত রাখতে কাজ করে যাবো বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT