4:15 pm , August 12, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ সরকার পতনের দিন ৫ আগস্ট নগরের বরিশাল ক্লাব থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করেছে বিএনপি নেতাকর্মীরা। সোমবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আবু জাফর মজুমদারের হাতে উদ্ধার করা মালামাল তুলে দেন।
পরে উদ্ধার হওয়া ১২টি চেয়ার ও একটি করে কম্বল, পর্দা, পানির জগ, ম্যাট্রেস বরিশাল ক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।
এর আগে রোববার নগরীর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মশিউর রহমান মিঠুর নেতৃত্বে কালু খান সড়ক ও সিকদার পাড়া এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার কাজে সহায়তা করেছে ১৩ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মো. জাকির ও ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সহসভাপতি নজরুল ইসলাম।
১৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মশিউর রহমান মিঠু বলেন, লুটের ঘটনা শোনার পর থেকে আমরা এলাকায় নজরদারি বৃদ্ধি করি। এসময় খোঁজ নিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে চেয়ারসহ বিভিন্ন জিনিসপত্র রোববার উদ্ধার করি। নাগরিক দায়িত্ববোধের দায় থেকে এ উদ্ধার কাজ করেছেন বলে জানান তিনি।