বরিশাল সিটি সহ এ অঞ্চলের বেশীরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে বরিশাল সিটি সহ এ অঞ্চলের বেশীরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে - ajkerparibartan.com
বরিশাল সিটি সহ এ অঞ্চলের বেশীরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে

4:14 pm , August 12, 2024

বিশেষ প্রতিবেদক ॥  ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সিটি করপোরেশন সহ  বরিশাল অঞ্চলের ২৬টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ৩৬৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ৯০ ভাগেরও বেশী গাঁ ঢাকা দেয়ায় সাধারন মানুষের দুর্ভোগ চরমে। দীর্ঘদিন ক্ষমতাসীন দলের লেজুরবৃত্তি করা  প্রতিনিধির অনেকেই এতদিন ক্ষমতার দাপটে সাধারন মানুষকে  প্রজা ভাবলেও গত সপ্তাহের পট পরিবর্তনের পরে সম্পূর্ণ আত্মগোপনে রয়েছেন। বরিশাল মহানগরী সহ এ অঞ্চলের বেশীরভাগ চেয়ারম্যান, কাউন্সিলর এবং ইউপি চেয়রম্যান ও মেম্বরদের অফিস ভাংচুর হয়েছে। অনেকের বাসভবনেও হামলা সহ অগ্নিসংযোগের ঘটনা পর্যন্ত ঘটেছে।
ফলে আত্মগোপনে থাকা স্থানীয় সরকার প্রশাসনে এসব জন প্রতিনিধিদের কারণে জন দুর্ভোগ বাড়ছে। এমনকি নতুন জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ এসব কার্যক্রমের সংশোধন সহ নাগরিকত্বের সনদপত্র সংগ্রহ করতে পারছেন না এলাকাবাসী। ফলে অনেকের পাসপোর্ট করা সহ বিভিন্ন জরুরী কার্যক্রম আটকে গেছে। এমনকি সিটি করপোরেশন,পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বেশীরভাগ সেবা গ্রহণেই নিজ নিজ ওয়ার্ড কাউন্সলরদের প্রত্যায়ন সহ সম্পৃক্ততা রয়েছে। কিন্তু তারা এলাকায় না থাকায় সাধারন মানুষের দুর্ভোগের শেষ নেই।
বরিশাল মহানগরীর ৩০ জন কাউন্সিলর ও ১০জন মহিলা কাউন্সিলরের অফিসের বেশীরভাগই হামলা ও ভাংচুরের শিকার হয়েছে। দু-একজন বাদে প্রায় সব কাউন্সিলরই গাঁ ঢাকা দিয়েছেন। একজন কাউন্সিলর সাবেক মেয়রের বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। মহিলা কাউন্সিলরদের অনেকেই এলাকায় থাকলেও অফিস খুলছেন না। অনেক ওয়ার্ড কাউন্সিলর অফিসের সচিবদের খুঁজে পাওয়া যাচ্ছেনা।  কবে এসব সমস্যার সমাধান হবে তা বলতে পারছেন না কেউ। এসব বিষয়ে স্থানীয় সরকার বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালকের সাথে আলাপ করা হলে তিনি জানান, সাম্প্রতিক পট পরির্বতের পরে অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন প্রতিনিধিরাই এলাকায় নেই। তবে আমরা আশা করছি তারা খুব শিঘ্রই এলাকায় ফিরে সাধারন মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সহ অর্পিত দায়িত্ব পালন করবেন। অন্যথায় বিধি বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ সহ অনুপস্থিত জন প্রতিনিধিদের এলাকায় উপ-নির্বাচনের ব্যবস্থা করতে হবে।  তবে তা সময় সাপেক্ষ বলেও জানান তিনি। ফলে এসব জনপ্রতিধিরা এলাকায় না ফেরা বা তাদের অনুপস্থিত ঘোষনা করে উপ-নির্বাচন পর্যন্ত জনগনকে অপেক্ষা করা ছাড়া অপাতত কিছু করার নেই বলেও জানান স্থানীয় সরকার  বিভাগের পরিচালক। তবে সাধারন কাউন্সিলর বা ইউপি মেম্বারদের অনুপস্থিতিতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর বা মেম্বরদের সার্বিক দায়িত্ব পালনের সুযোগ রয়েছে বলে জানিয়ে সেক্ষেত্রে সেবা প্রত্যাশী সাধারন মানুষকে ঐসব মহিলা জন প্রতিনিধিদের স্মরনাপন্ন হবারও আহবান জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT