হিজলা থানা পুলিশের সাথে সেনাবাহিনীর মতবিনিময় অনুষ্ঠিত হিজলা থানা পুলিশের সাথে সেনাবাহিনীর মতবিনিময় অনুষ্ঠিত - ajkerparibartan.com
হিজলা থানা পুলিশের সাথে সেনাবাহিনীর মতবিনিময় অনুষ্ঠিত

4:24 pm , August 11, 2024

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা থানা পুলিশের সাথে সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২টায় হিজলা থানায় মতবিনিময় করেন মেজর জেনারেল আবদুল কাইউম,আর সি ডি এস,এন ডিসি,পিস,জিওসি,লেবুখালী, বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল আজিম,বরিশালের ডিআইজি মোঃ ইলিয়াছ শরীফ,হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন,হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
মেজর জেনারেল আবদুল কাইউম উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। পুলিশ সদস্যরা তাদের ১১ দফা দাবি তুলে ধরেন। এ সময় মেজর জেনারেল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশে পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা কঠোর ভূমিকা পালন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT