4:20 pm , August 11, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিসহ শিক্ষক, কমর্কর্তা ও কর্মচারীদের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মো. মনিরুল ইসলাম অফিস আদেশের মাধ্যমে নিষিদ্ধ করে দেন। এছাড়া সোমবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হচ্ছে। একই কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। রেজিষ্টার মনিরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লিখিত সিন্ডিকেটের ৮৫তম সভার সিদ্বান্ত অনুযায়ী শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে রোববার (১১ জুলাই) থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কোন প্রকার রাজনৈতিক, পেশাজীবী সংগঠন কোন প্রকার অঙ্গ ও ছায়া সংগঠন, লেজুরবৃত্তিক প্যানেল, পরিষদ ও সমিতির সাথে জড়িত থাকতে পারবে না। অর্থাৎ সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।
পাঠদান চালুর নোটিশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮৫তম সভার সিদ্বান্ত অনুসারে সোমবার (১২ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চলবে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত জুলাইয়ের শেষের দিকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি। একই সাথে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে গত ৫ই আগস্ট তালা ভেঙে হলে প্রবেশ করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভুইয়া বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরনে এ উদ্যোগ নেয়া হয়েছে।