সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  - ajkerparibartan.com
সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

4:37 pm , August 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের ব্যানারে গতকাল শনিবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশের এক পর্যায়ে সড়ক অবরোধ করে শ্লোগান দেয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার পতনের পর থেকে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাংচুর করছে। সমাবেশ থেকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ‘যারা এধরনের কাজে জড়িত তাদের বিচার দাবি করেন। বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর শাখার সভাপতি ভানু লাল দে, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র সাহা,সহ সভাপতি বিশ^জিৎ ঘোষ বিশু, বরিশাল জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক গবিন্দ্র সাহা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে তারা একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT