4:13 pm , August 9, 2024
আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার গঠিত হয়েছে। আর এই সরকার গঠনের আনন্দে আত্মহারা বরিশালের সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। সবাই রীতিমতো উৎসব আমেজেই সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসসহ তার ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের কাছে অনেকগুলো দাবী তুলে ধরতে চান। আর এ নিয়ে মুখও খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বরিশালের সুশীল সমাজ ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট ও সন্দেহ স্পষ্ট। যার প্রমাণ দেখা গেছে ইসলামি আন্দোলন বাংলাদেশের ১১ দফা দাবীতে আয়োজিত সমাবেশে। ৯ আগস্ট বরিশালের টাউনহলের সামনে এই সমাবেশ ডেকেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। এদিকে ছাত্র জনতার প্রত্যাশা ঘীরে আছেন উপদেষ্টা পরিষদে থাকা সর্বকনিষ্ঠ দুই সমন্বয়ক নাহিদ ও আসিফ। এই দুইজন উপদেষ্টা সরকারে থাকা মানে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র জনতা সরকারের অংশ বলে দাবী তাদের। তাই আইনশৃঙ্খলা ও নগর পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে আরো গতিশীল শিক্ষার্থীদের আচরণে। কয়েকজন শিক্ষার্থীতো বলেই ফেললেন নাহিদ ও আসিফ ভাইয়া সরকারে মানে আমাদের সরকার এটি। তাই সরকারের সবকিছুর অংশ আমরা। শান্তিপূর্ণ দেশ গড়তে আমাদের যা বলা হবে, আমরা তাই করতে প্রস্তুত বলে জানালেন সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা।
এদিকে বরিশালের সুশীল সমাজের কয়েকজন বলছেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বরিশাল জেলা ও মহানগরের অনেক গুলো উন্নয়ন কাজের সূচনা হয়েও তা এই আন্দোলন সময়ের অস্থিরতায় বন্ধ হয়ে গেছে। এগুলো আবার শুরু করতে হবে। সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে এবং পুলিশ প্রশাসনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনার পরামর্শ বরিশালের সুশীল সমাজের। নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধি শাহ সাজেদা, তপংকর চক্রবর্তী, কাজী মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ মনে করেন, সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো।
বরিশালের সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবী এই সরকার যেন ভোলার গ্যাস বরিশালে আানার বিষয়ে গুরুত্ব দেন।
এদিকে আমজনতা অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের প্রথম ও প্রধান চাওয়া বাজার দরের নিয়ন্ত্রণ। বরিশালের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বলেন, আমাদের জ্বালানি সিলিন্ডার গ্যাস ও বিদ্যুৎ এর দাম কমাতে হবে। এগুলো কমলে বাজারের দাম অর্ধেক কমে যাবে বলে জানান নগরীর পলাশপুর ও রসুলপুর কলোনির বাসিন্দারা। এসময় রাজনৈতিক বিশ্লেষক কাজী মিজানুর রহমান বলেন, স্বাধীন নির্বাচন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিত হতে পারে। পাশাপাশি কৃষি, শিক্ষা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে। এসব খাতের খরচ কমলে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন নাগরিক আন্দোলনের এ নেতা।