বানারীপাড়ায় আওয়ামীলীগ থেকে জামাত হয়ে গেলেন আজাদ বানারীপাড়ায় আওয়ামীলীগ থেকে জামাত হয়ে গেলেন আজাদ - ajkerparibartan.com
বানারীপাড়ায় আওয়ামীলীগ থেকে জামাত হয়ে গেলেন আজাদ

4:25 pm , August 8, 2024

অনুপ্রবেশ কারীরা তৎপরতা শুরু করেছে

পরিবর্তন ডেস্ক ॥ বানারীপাড়ায় আশিক এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী আওয়ামী লীগের সাবেক এমপি শাহে আলমের ক্যাশিয়ার বলে পরিচিৎ আওয়ামীলীগের আমলের সুবিধাভোগী আওয়ামীলীগের ডোনার আশিক আজাদ গনঅভ্যুত্থানের পর সুর পাল্টিয়ে রাতারাতি জামাত হয়ে গেলেন। গতকাল মঙ্গলবার বানারীপাড়ায় জামাতের মিছিলে তাকে উপজেলা জামাতের আমিরের সাথে ১ম কাতারে দেখা যায়।তাকে জামাতের মিছিলে দেখে ক্ষিপ্ত হয় অনেক জামাত নেতাকর্মীরা।তার এ প্রতিবেদককে বলেন আমরা হতবাক এ আওয়ামীলীগের সুবিধাভোগীকে দেখে।সে কখনো জামাত করে নাই।বরঞ্চ এতিমখানা দখল করেছে। জামাত অফিস দখল করে ওয়াল্টনের অফিস করেছে।তার জামাত করার কোন সুযোগ নাই।তারা এটা নিয়ে আমিরেরসাথে তর্কে জড়িয়ে পরে।এব্যাপারে উেজেলা জামাত আমির শাহদাত হোসেন বলেন তিনি (আজাদ) হঠাৎ মিছিলে ঢুকে পরেছে।আমরা ভবিষ্যতে সর্তক থাকবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT