বরিশালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বরিশালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

3:48 pm , July 15, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর বেশ কয়েকটি মন্দির থেকে এই উৎসবের সূচনা হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরের আয়োজনে নগরীর নতুন বাজারস্থ অমৃতাঙ্গন থেকে উল্টো রথযাত্রার সূচনা হয়। এরপর রথযাত্রাটি নগরীর সদর রোড, চকবাজার, বাজার রোড, হাসপাতাল রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে এসে শেষ হয়।এছাড়াও নগরীর হাটখোলা শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির, সদর রোডের জগন্নাথ দেবের মন্দিরের ব্যবস্থাপনায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া ইসকণ ও জগন্নাথ মন্দিরে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন ছিলো। উল্লেখ্য, ৭ জুলাই বরিশালে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সূচনা হয়। এরপর সাত দিন ব্যাপী মন্দিরে মন্দিরে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT