3:44 pm , July 15, 2024
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কটুক্তির প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক ॥ কোটা সংস্কারের নামে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কটুক্তি এবং অবমাননার প্রতিবাদে চলো যাই যুদ্ধে, অসংগতির বিরুদ্ধে শ্লোগান নিয়ে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীরমুক্তিযোদ্ধা এবং সন্তানরা। সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়।
বিকেল ৫ টায় নগরীর বগুড়া রোড মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি নগরীর কয়েকটি সড়ক ঘুরে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। সেখানে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ থেকে বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা বক্তৃতা করেন।
সেখানে বীরপ্রতীক কেএস মহিউদ্দিন মানিক বলেন, সাধারন শিক্ষার্থীদের মধ্যে জামায়াত-শিবিরের রাজাকারের সন্তানরা প্রবেশ করে জনসাধারনকে জিম্মি করে কোটা আন্দোলন করছে। এতে করে সাধারন মানুষ মারাত্মক সমস্যার মধ্যে দিন অতিবাহিত করছে। তাছাড়া কোটা বাতিলের যে দাবি করা হচ্ছে তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। কোনভাবেই কোটা বাতিল করা যাবে না।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহ্বায়ক শেখ সাইয়েদ আহমেদ মান্না বলেন, বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের একটি দাবি ছিল সরকার নিয়োগে কোটা দেয়া জন্য। তার পক্ষে হাইকোর্ট রায় প্রকাশ করেছে। ওই রায়ের বিরুদ্ধে ১৯৭১ সালে যারা দেশ স্বাধীনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তারাই আজ সাধারন মানুষকে জিম্মি করে কোটা বিরোধী আন্দোলনে নেমেছে। তারা বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে মানহানিকর কথাবার্তা বলছে। এমনকি প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এর বিরুদ্ধে অবস্থা নিয়ে সড়কে নেমেছেন।
অন্যান্য বীরমুক্তিযোদ্ধা ও সন্তানদের দাবি উচ্চাদালত থেকে যে রায় প্রকাশ করা হয়েছে তা সকলকে মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় যারা বিসিএস ক্যাডার থেকে শুরু কর উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন তারা সকলেই মেধাবী। মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী হতে পারে না প্রশ্ন রাখেন তারা। তারপরও তারাও কোটা সংস্কারের পক্ষে। তবে এ জন্য সাধারন মানুষকে জিম্মি করা এবং সরকার প্রধানের বিরুদ্ধে অপ-প্রচারের তীব্র প্রতিবাদ জানান তারা। এভাবে চলতে থাকলে তারাও রাজপথে ছাড়বেন না বলে ঘোষনা দেন।