বরিশালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ বরিশালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - ajkerparibartan.com
বরিশালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

3:43 pm , July 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারী চাকুরিতে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আন্দোলনে নেতৃত্বে দেয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, বিকেল তিনটায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে সামনে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
সাধারন শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে তিনি, ভুমিকা সরকার ও শহীদুল ইসলামসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন। এক ঘন্টা মহাসড়কে অবস্থান করে শান্তিপূর্ন বিক্ষোভসমাবেশ করেছেন তারা।
শিক্ষার্থীরা বক্তব্যে দাবি করেন রোববারের সংবাদ সম্মেলনে তাদের রাজাকার তকমা দিয়ে অপমান করা হয়েছে। ওই বক্তব্য প্রত্যাহারের করে দ্রুত সময়ে সরকারি চাকরির সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবি করেন বক্তারা।
এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বরিশাল-কুয়াকাটা সড়ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলের মাঝখানের খোলা জায়গায় জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিয়েছে।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, সোমবার বিকেলে শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিশ্ববিদ্যালয়ের মুলগেটে অবস্থান নিয়ে সমাবেশ করেছে। কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। তারা শান্তিপূর্নভাবে বিক্ষোভ সমাবেশ শেষ করেছে।
এদিকে, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ছয়টায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়িগুলো তারা ছেড়ে দিচ্ছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনের সমন্বয় সুজয় শুভ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপরে যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আবার পুনরায় রাস্তা অবরোধ করেছি। আমাদের দাবি হামলাকারীদের চিহিৃত করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।  আন্দোলনকারী শিক্ষার্থী রাজু রহমান বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপরে হামলা হয়েছে। আমদের যৌক্তিক আন্দোলনে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কোটা আন্দোলনকারী কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না আসা পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT