3:43 pm , July 15, 2024
প্লান বিতরণ অনুষ্ঠানে বিসিসি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ওপর প্রধানমন্ত্রীর সুদৃষ্টি অব্যাহত থাকলে বরিশালে উন্নয়নের জোয়ার বইবে। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করার জন্য। আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি আপনাদের সেবা করার জন্য। আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন বরিশাল সিটি করপোরেশন ছিলো একটি বিধ্বস্ত সিটি। করপোরেশন পরিচালনা ও মাঠ পর্যায়ে কোন কিছুতেই ডিসিপ্লিন ছিলো না। আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এজন্য নগরবাসীর সহযোগীতা খুবই প্রয়োজন। আমার একার পক্ষে কোন দিনই একটি গোছালো সিটি করপোরেশন গড়ে তোলা সম্ভব নয় যদি না আপনারা আমাকে সহযোগীতা করেন। গতকাল দুপুরে নগর ভবনে প্লান বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এই অল্প সময়ে এখন পর্যন্ত ১৯২ টি প্লান পাস করেছি। এছাড়া বিগত মেয়রের রেখে যাওয়া ২০২ টি প্লান ডেলিভারি দিয়েছি। আমি চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে সাবমিট করা প্লান ডেলিভারি দেওয়ার। এটা মানুষের জন্য বড় একটি সেবা। কারন বিগত সময়ে মানুষ প্লান জমা দিয়ে অনেকে হয়রানীর শিকার হয়েছে। আমি সেই সিস্টেম বদলে দিয়েছি। মেয়র আরো বলেন, প্লানের জন্য কাউকে বাড়তি এক টাকাও দিতে হবে না। যদি কোন কর্মকর্তা কারো কাছ থেকে উৎকোচ নেয় এবং সেই অভিযোগ আমার কাছে আসে তার চাকরি থাকবে না। বিগত মেয়রদের অনেক চাওয়া-পাওয়া ছিলো। আমার কিছু পাওয়ার নেই। আমি একটা জিনিস চাই বরিশাল নগরবাসী যেন ভাল থাকে। আমি চাই তাদের সেবা করতে। আপনারা আমাকে যতদিন সুযোগ দিবেন ততদিন আমি আপনাদের সেবা করব। নগরবাসীর মধ্যে আইন অমান্য করার প্রবনতা অনেক বেশী। যে কারনে আমাদের অনেক সমস্যা হয়। তাই আমি নগরবাসীকে অনুরোধ করব আপনারা আইন মেনে চলবেন। তাহলে সবাই মিলে বরিশালকে একটি সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে পারব। অনুষ্ঠানে শেষে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কাছে পাস হওয়া প্লান হস্তান্তর করেন মেয়র। এসময় উপস্থিত ছিলেন বিসিসির সচিব মাসুমা আক্তার, নির্বাহী প্রকৌশলী হুমায়ন কবির, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক অপূর্ব অপু সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং সিটি করপোশেনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।