4:28 pm , July 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের একমাত্র মাঠ নষ্ট করে ভবন নির্মাণ বন্ধের দাবিতে মাঠ রক্ষা কমিটির সংবাদ সম্মেলন করে ১৫ জুলাই বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে। গতকাল দুপুর ১২টায় সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদা। লিখিত বক্তব্য পাঠ করেন মাঠ রক্ষা কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি আবদুল হাই মাহবুব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সদস্য বিপ্লব দাস, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন,বিশিষ্ট আইনজীবী হিরণ কুমার দাস মিঠু,বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহবায়ক কাজি মিজানুর রহমান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি দেওয়ান আবদুর রশীদ নীলু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী,সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক টুনু রাণী কর্মকার, প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল জেলা শাখার সদস্য সচিব এলবার্ট রিপন বল্লভ, তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অধ্যাপক পীযূষ বন্দ্যোপাধ্যায়, এলাকাবাসীর প্রতিনিধি শিক্ষক সোনালী কর্মকার, বিশিষ্ট নাগরিক জামাল আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক শিবানী শিকদার প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে বিকল্প স্থান থাকার পরেও সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ বন্ধের দাবি জানানো হয়। এই দাবিতে আগামী ১৫ জুলাই কলেজপ্রাঙ্গণে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করে মাঠ রক্ষা কমিটি।