4:05 pm , July 9, 2024

পরিদর্শককে নিয়ে পরীক্ষার্থীর খারাপ মন্তব্য
নিজস্ব প্রতিবেদক ॥ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে কথা বলায় কক্ষ পরিদর্শকের আঘাতে এক পরিক্ষার্থী (ছাত্রী) আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার আইসিটি পরীক্ষা চলাকালে সরকারী বরিশাল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী নগরীর অমৃত লাল দে কলেজের শিক্ষার্থী। পরে দুই কলেজের অধ্যক্ষ ও আহত ছাত্রীর অভিভাবকের উপস্থিতিতে বিষয়টির মিমাংশা করা হয়। অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক বলেন, পরীক্ষা শেষে জানতে পারলাম আমার এক পরীক্ষার্থীর সাথে বরিশাল কলেজের এক স্যারের সাথে কিছু একটা ঘটেছে। আমি তাৎক্ষনিক ওই পরিক্ষার্থীকে ও তার অভিভাবককে ডেকে ঘটনার বর্ননা শুনি। পরে বুঝলাম এটা অতি সামান্য একটি ঘটনা। আমার উভয় অধ্যক্ষ মিলে বিষয়টির সমাধান করেছি। বরিশাল কলেজের অধ্যক্ষ আলী হোসেন বলেন, পরীক্ষা শুরুর আগে যখন শিক্ষরা খাতা বিলি করবে। তখন ওই পরীক্ষার্থী কক্ষ পরিদর্শক শিক্ষক আনিচুর রহমান কে উদ্দেশ্য করে একটি খারাপ মন্তব্য করে। এটি ওই শিক্ষক শুনে ফেলে। এতে একটু রাগান্বিত হয়ে ওই শিক্ষক ওই পরীক্ষাার্থী ছাত্রী কে ধমক দেন এবং সামনে থাকা একটি ফাইল ছুড়ে মারেন। তাতে ওই পরীক্ষার্থী সামান্য আহত হয়। পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থী আমার কাছে বিষয়টি জানালে আমি সাথে সাথে ওই শিক্ষককে ডেকে পুরো ঘটনার বর্ননা শুনে উভয়কে সতর্ক করে বিষয়টির সমাধান করে দেই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শিক্ষককে পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।