4:01 pm , July 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মশাল মিছিলের মধ্য দিয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবীতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শুরু করা বিক্ষোভ শেষ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ৩ টায় শুরু হওয়া বিক্ষোভ শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭ টায়। এ সময় মহা সড়কের দুইপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী সহ সাধারণ মানুষ। অনেকে পায়ে হেটে গন্তব্যে রওনা হন। শিক্ষার্থীরা বলেন, তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলন নিতে বাধ্য হবেন তারা। এর আগে দুপুর সাড়ে ১২ টা থেকে প্রায় ২ ঘন্টা নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা।