4:14 pm , July 8, 2024

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ এবং হতদরিদ্র ২৫ টি পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের টিন ও চেক বিতরণ অনুষ্ঠানে ২৫ জন দুস্থ পরিবারের মাঝে মোট ২৫ বান্ডিল ঢেউটিন ও তিন হাজার করে মোট ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের চেক ও ঢেউটিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা রহমান।
এসময় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস , নবাগত সহকারী কমিশনার কামরুন্নাহার তামান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক জুয়েল।