4:13 pm , July 8, 2024

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে যাওয়া ফিরোজ আহমেদ মৃধা আবারো ব্যবসা করে ঘুরে দাঁড়াতে চান। ফিরোজ উপজেলার সূর্যমনি গ্রামের মৃত আব্দুর রহমান মৃধার ছেলে। সে দীর্ঘদিন ধরে উপজেলার ভেচকী এলাকার নয়াবাজারে ফার্মেসীর ব্যবসা করে আসছিল। ১৩ জুন গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই থেকে আড়াই লাখ টাকার ওষুধ পুড়ে গেছে বলে ব্যবসায়ি ফিরোজ মৃধার দাবী। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ফিরোজ মৃধা জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে রাত ১১টার দিকে বাড়িতে যাই। এরপর রাত ৩টার দিকে স্থানীয়রা ফোন দিয়ে জানান দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখি ভয়াবহ অগ্নিকান্ডে আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ আরো ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার পর থেকে ফিরোজ মৃধার পরিবার পরিজন নিয়ে অনেকটাই মানবেতর জীবন যাপন করছেন। তিনি পুনরায় ব্যবসা করে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি ও বেসরকারিভাবে সাহায্যের দাবী জানিয়েছন।