নলছিটিতে মৎস্য দপ্তরের ছাগল বিতরণে অনিয়ম নলছিটিতে মৎস্য দপ্তরের ছাগল বিতরণে অনিয়ম - ajkerparibartan.com
নলছিটিতে মৎস্য দপ্তরের ছাগল বিতরণে অনিয়ম

4:34 pm , July 7, 2024

নলছিটি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে জেলেদের মাঝে ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষনিক বিতরণ কার্যক্রম স্থগিত করেন  নলছিটি  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সালাউদ্দিন খান সেলিম।
গতকাল রোববার হতদরিদ্র  জেলের মধ্যে ৪০ টি ছাগল বিতরণের জন্য  ঠিকাদারের মাধ্যমে ক্রয় করে আনে উপজেলা মৎস্য বিভাগ।
সরবরাহকৃত ছাগলের মধ্যে কিছু বড় আকারের ছাগল থাকলেও বেশ কিছু ছাগল আকারে খুবই ছোট থাকায় বিষয়টি
উপজেলা পরিষদ চেয়ারম্যানের নজরে আসে।  তিনি তাৎক্ষনিক অবস্থায় বিতরণ কার্যক্রম স্থগিত করে দেন। সরকারি  নিয়ম মোতাবেক ছাগল সরবরাহের নির্দেশনা দেন। এতে ছাগল না নিয়েই ফেরত যান জেলেরা। এ বিষয়ে নলছিটি উপজেলা  পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন খান সেলিম বলেন,উপজেলার কোনো দপ্তরের অনিয়ম দুর্নীতি ছাড় দেয়া হবেনা।দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই উপজেলার সকল দপ্তরের সেবা নিশ্চিতে আমি কাজ করে যাবো। উপজেলা মৎস কর্মকর্তা রমণী কুমার মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ছাগল সরবরাহ করেছে।বিধি মোতাবেক প্রতি দুইটি ছাগলের ওজন ১৪ কেজি থাকার কথা। এখানে কয়েকটি ছাগলের ওজন দশ কেজির উপরেও আছে তবে ৮ কেজির নিচে নেই। ছাগল ফেরত পাঠানো হয়েছে।  ঠিকাদারকে সমান আকারের সঠিক ওজনের ছাগল সরবরাহ করতে বলেছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT