মহানগর বিএনপির নেতৃত্বে ফারুক, জিয়া ও নাসরিন মহানগর বিএনপির নেতৃত্বে ফারুক, জিয়া ও নাসরিন - ajkerparibartan.com
মহানগর বিএনপির নেতৃত্বে ফারুক, জিয়া ও নাসরিন

4:28 pm , July 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিলুপ্ত ঘোষনার এক মাস যেতে না যেতেই গঠন করা হলো বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি। নতুন এ কমিটিতে আহবায়ক হিসাবে রাখা হয়েছে বিলুপ্ত কমিটির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুককে। তবে সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক পদে পরিবর্তন করা হয়েছে। বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াকে পদোন্নতি দিয়ে সদস্য সচিব করা হয়েছে। আর সবাইকে চমক দিয়ে সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটি অনুমোদন দেন।  নতুন কমিটির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, আমার প্রতি পুনরায় আস্থা রাখায় আমি দেশ নায়ক বিএনপির কর্ণধার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চেষ্টা করবো সর্বোচ্চ ত্যাগ করে অর্পিত দায়িত্ব ও আস্থার প্রতিদান দেওয়ার। সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, পুলিশী নির্যাতন উপেক্ষা করে তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামে সামনে ছিলাম। এমন কোন কর্মসূচী নেই যেখানে আমাকে পাওয়া যায়নি। এ কারনেই তারুণ্যের অহংকার তারেক রহমান আমাকে (জিয়া) সদস্য সচিব মনোনীত করেছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞ। একই সাথে তিনবারের প্রধানমন্ত্রী দেশরতœ বেগম খালেদা জিয়ার প্রতিও কৃতজ্ঞতা জানাই। এ পদ আমাকে আগামী আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থাকতে শক্তি জোগাবে।
যুগ্ম আহ্বায়ক ১ আফরোজা খানম নাসরিন বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলাম। জেল খেটেছি কিন্তু রাজপথ ছাড়িনি। আমার ত্যাগের মূল্যায়ন করা হয়েছে। দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে দেশ নায়ক বিএনপির কর্ণধার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর পূর্বে ২০২১ সালের ৫ নভেম্বর গঠন করা হয়েছিলো সদ্য বিলুপ্ত বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি। ওই কমিটিতে মনিরুজ্জামান ফারুককে আহবায়ক, মীর জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব এবং আলী হায়দার বাবুলকে ১ নং যুগ্ম আহবায়ক করে ৯ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। কিন্ত ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ৩০টি ওয়ার্ড কমিটি গঠন এবং সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে বেশীরভাগ নেতারা অনুপস্থিত থাকায় কমিটি বিলুপ্ত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT