4:26 pm , July 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরের ট্রাষ্টি প্রয়াত অমর কৃষ্ণ রায় ও পূজা উদ্যাপন কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদিকা অঞ্জনা রাণী মন্ডলের স্মরণে মন্দিরের শান্তিলতা পোদ্দার অঙ্গনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে মন্দির ট্রাষ্ট ও পূজা উদ্যাপন কমিটির আয়োজনে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মন্দির ট্রাষ্টের সভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দার। মন্দির ট্রাষ্টের কার্যকরি সভাপতি শান্তনু ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের সদস্য ভানু লাল দে, নারায়ন চন্দ্র দে নারু, পূজা উদ্যাপন কমিটির কার্যকরি সদস্য সজল ঘোষ প্রমূখ। শেষে প্রয়াতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।