নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারী আটক - ajkerparibartan.com
নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারী আটক

4:23 pm , July 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর গোয়েন্দা ও এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মোট ৫ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। শুক্রবার ৫ জুলাই দিন ও রাতের বিভিন্ন সময় পৃথক ৪ অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ডের উত্তর দিয়াপাড়ার মোঃ আবু ম্যানসন নামের বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মুন্না হাওলাদার (২৪) ও মোঃ রানা হাওলাদার (২৫) নামের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ পিস ইয়াবা। এয়ারপোর্ট থানার অপর এক অভিযান পরিচালনা করা হয় ২৮ নং ওয়ার্ডের  দিয়াপাড়া সিকদার ভিলার বাড়ির সামনে পাকা রাস্তার উপর। অভিযানে মোস্তাফিজুর রহমান রিফাত (২০) নামের একজনকে ১০ পিস ইয়াবা সহ আটক করা হয়। এসময় মো: সবুজ হাওলাদার নামের অপর মাদক বিক্রেতা পালিয়ে যায়। একই দিনে রাত সাড়ে ১১ টায় ২৯নং ওয়ার্ডের কাশিপুর বাজারের মোটরসাইকেল স্ট্যান্ড এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় ১ কেজি গাঁজা সহ মোঃ এনায়েত হোসেন হাওলাদার (৩৮) নামের এক বিক্রেতাকে আটক করা হয়। অপরদিকে রাত ২ টায় ১৬ নং ওয়ার্ডের গোড়াচাদ দাশ রোডের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এসময় মোঃ খলিলুর রহমান খান (জসি) নামের চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করা হয়। তার কাছে থাকা ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক সকল মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT