4:14 pm , July 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ১৯৭১ সালে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, শোষণ ও গোলামীর জিঞ্জির থেকে মুক্তি পাওয়ার জন্য। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের গোলামী করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে সদর রোডে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো ভারত ফারাক্কা নদীতে বাঁধ দিয়ে আমাদের দেশের অপুরনীয় ক্ষতি করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রি ভারতের সাথে ট্রানজিট চুক্তি করে। আমাদের দেশের জনগণ এ চুক্তি কখনোই বাস্তবায়ন হতে দেবে না। তাই ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল করুন এবং চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যারা ভারতের গোলামী করতে অভ্যস্ত, জনগণ তাদেরকে এদেশের ক্ষমতায় আর দেখতে চায়না। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ। সৈয়দ মাওলানা মুহাম্মাদ নাছির আহমাদ কাওছার, সহ-সভাপতি, বরিশাল মহানগর। শেখ সামছুল আলম মিলন, সহ-সভাপতি, বরিশাল জেলা। মাওলানা জাকারিয়া হামিদী, সহ-সভাপতি, বরিশাল মহানগর। মাওলানা আবুল খায়ের, সেক্রেটারী, বরিশাল মহানগর। মো: কাওছারুল ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শহরের গুরুত্বপূর্ণ অলিগলিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।