লালমোহনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ লালমোহনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ - ajkerparibartan.com
লালমোহনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

3:52 pm , July 5, 2024

ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন
লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে। কালমা ইউনিয়নের এই উপনির্বাচনে শুক্রবার চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাছাই হয়। এতে একজনের প্রার্থীতা বাতিল হয়। চূড়ান্ত ৬ প্রার্থীরা হলেন: ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের বোন  রেহানা বেগম লাইজু, লাইজুর দেবর ইকবাল হোসেন, কালমা ইউনিয়ন (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান মৃধা, কালমা ইউনিয়ন যুবলীগ (উত্তর) শাখার আহবায়ক আকতার হোসেন ঝন্টু, উত্তর শাখা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন ও যুবলীগ কর্মী মো. হোসেন জাহাঙ্গীর। উত্তর শাখা যুবলীগের যুগ্ম আহবায়ক আরেফিন হাওলাদার এর ভোটার স্থানান্তরের আবেদন পরিপূর্ণ না হওয়ায় তার প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন।
প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১১ জুলাই। আগামী ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন হাওলাদার পদত্যাগ করে গত মাসে উপজেলা পরিষদ নির্বাচন করেন। পরে শূন্য পদে তফশিল ঘোষণা হয়। উপজেলা নির্বাচনে তিনি জয়ী না হলেও শূন্য ইউনিয়ন চেয়ারম্যান পদে তার সহধর্মিণী রেহানা বেগম লাইজুকে প্রার্থীতা ঘোষণা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT