3:26 pm , July 4, 2024

হিজলা প্রতিবেদক ॥ বিদ্যালয়ের ভবন আছে,শিক্ষক আছে,নেই শিক্ষার্থী। এচিত্র বরিশালের হিজলা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে বিদ্যালয়। বিপরীত সেখানে ৪ জন শিক্ষক কর্মরত আছেন।
এমন দৃশ্য দেখা গেছে হরিনাথপুর ইউনিয়নের কুলারগাঁও গ্রামের টুমলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১৯-২০ অর্থ বছরে ৮৬ লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মান করা হয়।
উপজেলার দুর্গম চরাঞ্চলে এই বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের চারপাশে শত শত বাড়ি-ঘর। কিন্তু বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও শিক্ষকদের অনুপস্থিতির কারণে শিশুরা স্কুলে যায়না বলে অভিযোগ আছে। প্রতিটা শ্রেণিকক্ষে ময়লা আর দুর্গন্ধ। চেয়ার টেবিলে বালু জমেছে।
অনিয়মের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গির আলম মৃধা বলেন, স্কুল অপরিছন্নতার বিষয়ে সংবাদ পেয়েছি। বিদ্যালয়ে শিক্ষক নিয়মিত আসেনা। তাছাড়া শিশুরা কেন বিদ্যালয়ে আসে না এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম খান বলেন, বিদ্যালয়ের আশেপাশে শতশত শিশু রয়েছে। এখানে ঠিকমত লেখাপড়া হয়না বিধায় অভিভাবকরা নূরানী মাদরাসায় শিক্ষার ব্যবস্থা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।