এইচএসসি : ইংরেজী প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮৩৭ এইচএসসি : ইংরেজী প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮৩৭ - ajkerparibartan.com
এইচএসসি : ইংরেজী প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮৩৭

3:15 pm , July 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ইংরেজী (আবশ্যিক) প্রথমপত্রে ৮৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  এছাড়া ছয় জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। বোর্ড সূত্রে জানাগেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ১০৮ জন, বরগুনায় ১০৬ জন, পটুয়াখালীতে ২০৪ জন, পিরোজপুরে ১০২ জন, ঝালকাঠিতে ৪৮ ও বরিশালে ২৬৯ জন। এর ফলে বৃহষ্পতিবার (০৪ জুলাই) ইংরেজী (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ৬৩ হাজার ৮২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে ভোলা জেলায় ৪ জন, পটুয়াখালীতে ১ জন ও বরিশালে ১ জন পরীক্ষার্থী রয়েছেন। তবে কোন পরিদর্শক বহিষ্কারের তথ্য নেই। বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩৭ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ৩৫টি স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করছে। এ ছাড়া প্রতি জেলায়  ২টি কোনো জেলায় ৩টি করে মোট ১৮টি টিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT