4:35 pm , July 1, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বরিশাল মহানগর যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবদুর রহমান জীবন।
সোমবার বিকেল নগরীর শিক্ষক ভবনের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবদুর রহমান জীবন।
প্রধান বক্তা ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এম মেজবাহ উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। শেখ ফজলে শামস পরশের দূরদর্শী সাংগঠনিক নেতৃত্বে যুবলীগের আমূল পরিবর্তন ঘটেছে। আর এ কারণেই আজ সারাদেশে যুবলীগ স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। আশা করছি ভবিষ্যতে সংগঠনটি আরও শক্তিশালী হবে। মানুষের সেবায় সব সময় যুবলীগ এগিয়ে আসে। যুবলীগ শান্তি শৃঙ্খলা ও সাংগঠনিক কাঠামোতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারীসহ বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে ছিলো যুবলীগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর যুবলীগের সদস্য সৈয়দ মেহেদী হাসান রোমান।
উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্যবৃন্দ ও ৩০টি ওয়ার্ড যুবলীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা।