বৃষ্টির কারনে সময়ক্ষেপণ হলে তা বাড়িয়ে দিতে হবে বৃষ্টির কারনে সময়ক্ষেপণ হলে তা বাড়িয়ে দিতে হবে - ajkerparibartan.com
বৃষ্টির কারনে সময়ক্ষেপণ হলে তা বাড়িয়ে দিতে হবে

4:32 pm , July 1, 2024

বরিশাল শিক্ষা বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক ॥ বৈরী আবহাওয়ার কারনে চলমান এইচএসসি পরীক্ষা শুরু হতে বিলম্ব হলে সে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী কয়েক দিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই শিক্ষার্থীদের মূল গেট দিয়ে কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। বৃষ্টি কিংবা অনিবার্য কারনবশত পরীক্ষা শুরু হতে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা দেরী হলে জরুরী পরিস্থিতি বিবেচনায় উক্ত সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করতে হবে। বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরী বলে উল্লেখ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT