সরকার আজিজ ও বেনজিরকে দিয়ে দিনের ভোট রাতে করিয়েছে : সরোয়ার সরকার আজিজ ও বেনজিরকে দিয়ে দিনের ভোট রাতে করিয়েছে : সরোয়ার - ajkerparibartan.com
সরকার আজিজ ও বেনজিরকে দিয়ে দিনের ভোট রাতে করিয়েছে : সরোয়ার

3:31 pm , June 30, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, আজিজ বেনজিরকে দিয়ে দিনের ভোট রাতে করিয়ে তাদেরকে আবার দুর্নীতি করার পথ এই সরকারই করে দিয়েছে।
এই সরকার দুর্বল বলেই আজ মায়ানমার আমাদের দেশে গুলি চালায়,বিএসএফ প্রতিদিন সিমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করে। সরকার কোন কথাই বলতে পারে না। তিনি বলেন, ভোটের জন্য গণতন্ত্র আর গণতন্ত্রের জন্য দেশ। আর এই নতজানু সরকার দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
আমাদের নতুন করে জেগে উঠতে হবে। গতকাল বিকেলে মজিবর রহমান সরোয়ারের নিজ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির সহ সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন,সাবেক বিএনপি নেতা মহসিন মন্টু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক মজিবুর রহমান নান্টু,সদস্য সচিব আকতার হোসেন মেবুল, সদ্য বিলুপ্ত মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক কেএম শহীদুল্লাহ, সাবেক সদস্য নুরুল আলম ফরিদ, বরিশাল বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এমজি কবির ফারুক, বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল হক ফরাজী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT