বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ২৫ বছর পূর্তি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ২৫ বছর পূর্তি - ajkerparibartan.com
বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ২৫ বছর পূর্তি

3:59 pm , June 29, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালে বাংলাদেশ বেতার অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। জাতির পিতার স্বাধীনতার ঘোষণা বেতার থেকে সম্প্রচার করা হয়েছে। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণও বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিলো। তখন একমাত্র খবর শোনার মাধ্যম ছিলো এই বেতার, যা মানুষ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘরে বসেই খবর শুনতেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান আহমেদ, বীরমুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: তালুকদার মোঃ ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বরিশাল বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক স্বাগত বক্তৃতায় বলেন, ১৯৯৯ সালের ১২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বেতার কেন্দ্রের উদ্বোধন করেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, ধর্মীয়, কৃষি, তথ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, তথ্য প্রযুক্তি উন্নয়ন, করোনা প্রতিরোধ, এসডিজি, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠন, আইসিটি, জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস ভিত্তিক অনুষ্ঠান, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক এবং বিনোদোনসহ প্রায় ৭০ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে প্রচারিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT