আলমগীর খান আলোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত আলমগীর খান আলোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত - ajkerparibartan.com
আলমগীর খান আলোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

4:36 pm , June 28, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক মো. আলমগীর খান আলোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর বাদ পলিটেকনিক জামে মসজিদে উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম (এমপি), জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান কামাল আফরোজ, বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল সহ বরিশালের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য আলমগীর খান আলো দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি ক্রিকেটের পাশাপাশি ফুটবল ফেডারেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েক মেয়াদেই তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। গত ১৯জুন বুধবার সকাল ১০টায় ঢাকার বাস ভবনে ইন্তেকাল করেন মো. আলমগীর খান আলো। বাদ জোহর ঢাকায় জানাজার পর ওই দিন রাত ৯টায় হেমায়েত উদ্দিন ঈদ গা মাঠে ২য় জানাজা অনুষ্ঠিতর পর মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT