শেবাচিম হাসপাতালে মেডিকেল আয়ার চড়ে রোগীর স্বজন বিএম কলেজ শিক্ষার্থী আহত শেবাচিম হাসপাতালে মেডিকেল আয়ার চড়ে রোগীর স্বজন বিএম কলেজ শিক্ষার্থী আহত - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে মেডিকেল আয়ার চড়ে রোগীর স্বজন বিএম কলেজ শিক্ষার্থী আহত

4:31 pm , June 28, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহিৃত করন ও মানোন্নয়নে করনীয় সম্পর্কে সভার দিনে চিকিৎসাধীন রোগীর কন্যাকে চড় দিয়ে আহত করেছে আয়া। এতে সরকারী বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ওই ছাত্রী আহত হয়ে ওই হাসপাতালেই ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল তিনটার দিকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে। ঘটনার পর পুলিশ ওই আয়াকে আটক করলেও পরে ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান করা হয়েছে বলে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান।
ঘটনার শিকার বিএম কলেজের মাষ্টার্সের শিক্ষার্থী নাহিদা সুলতানা জানান, তার মা অসুস্থ হয়ে গত ১৮ জুন থেকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে তার মা। দুপুরে শয্যার নিচে পানি পড়ে। তখন ওয়ার্ডের আয়া হেপি আক্তার পানি পরিস্কার করার জন্য ৫০ টাকা দাবি করেন। তার কাছে টাকা না থাকায় পানি নিজেই পরিস্কার করেন। এতে আয়া হেপি ক্ষিপ্ত হয়ে দুই কানে সজোরে চড় দেয়। এ সময় আয়া বলেন, এটা কি তোর কাজ এটা আমার কাজ।
ওয়ার্ডের অন্যান্য রোগীরা নাহিদাকে উদ্ধার করে হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে ভর্তি করে।
এ ঘটনা পুলিশকে অবহিত করলে তারা এসে আয়াকে তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আয়াকে হেফাজতে আনা হয়। পরে আয়ার স্বামীসহ পরিবারের সদস্যরা এসে ক্ষমা চেয়েছে। ভুক্তভোগীর পরিবার ক্ষমা করে দিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT