4:30 pm , June 28, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নিজ দলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা করানো ও সংগঠন বিরোধী কর্মকান্ড পরিচালনা সহ অনিয়মের বিস্তর অভিযোগ তুলে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের অভিযোগ হারিছুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর এবং পৌর মেয়র থাকাকালীন নিজের আধিপত্য বিস্তারের জন্য দলীয় নেতাকর্মীদের হত্যা ও অপহরণ চেষ্টা, হামলা-মামলা করে ক্ষতিগ্রস্ত করেছে।
বৃহস্পতিবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে নবনির্বাচিত দুই জনপ্রতিনিধির আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু উপস্থিত সকল নেতাকর্মীদের অনুরোধে হারিছুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া, নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার সহ অন্যান্যরা।