সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন হারুন অর রশিদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন হারুন অর রশিদ - ajkerparibartan.com
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন হারুন অর রশিদ

4:07 pm , June 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. হারুন অর রশিদ হাওলাদার। তিনি একই কলেজে উপাধ্যক্ষ পদে কর্মরত রয়েছেন। উপাধ্যক্ষ পদে তিনি যোগদান করেন ২০১৮ সালের ১ ফেব্রুয়ারী। প্রফেসর হারুন অর রশিদ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী এলাকার আব্দুল মাজেদ হাওলাদার ও কুলসুম বেগমের সন্তান। বর্তমানে তিনি নগরীর মুসলিমপাড়া এলাকার শিরিন মঞ্জিলে বসবাস করেন। প্রফেসর হারুন অর রশিদ এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ এবং বি.কম (সম্মান) প্রথম শ্রেণিতে চতুর্থ স্থান ও এম.কম (ব্যবস্থাপনা) প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেন। তিনি ক্যাডার সার্ভিসে ৩০ বছর ধরে কর্মরত আছেন। বর্তমান অধ্যক্ষ মুহাম্মদ মোস্তফা কামাল ৩ জুলাই অবসরে যাবেন। ওই দিন প্রফেসর হারুন অর রশিদ অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করবেন। এ সংক্রান্ত চিঠি গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজে এসে পৌঁছায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT