4:02 pm , June 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দানবীর অমৃত লাল দে’র জন্মশতবর্ষ উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকে নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গনে থাকা দানবীর অমৃত লাল দের সমাধি মন্দিরে পুষ্পমাল্য অর্পন করা হয়। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের পর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের আয়োজনে সকাল সাড়ে আটটায় এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা করা হয়। জেলা প্রশাসক ও অমৃত লাল দে মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। সকাল ১০টায় অস্বচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয় কলেজ ক্যাম্পাসে। জেলা প্রশাসক শহিদুল ইসলাম চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্ধোধন করেন। এতে প্রায় পাঁচশত জনকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। বিকেল ৪টায় একই স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী প্রধান অতিথি এবং জাতীয় বিশ^বিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড ইভ্যালুয়েশন স্টোরের ডিন প্রফেসর মোঃ মনিরুজ্জামান শাহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অমৃত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক বিজয় কৃষ্ণ দে, অমৃত লাল দে মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য রাখাল চন্দ্র দে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল হক, বরিশাল মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি ভানু লাল দে, শিশু সংগঠক পংকজ রায় চৌধুরী, এবং অমৃত পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা দিনভরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ জানান, আসন্ন এইচ.এস.সি. পরীক্ষার জন্য এক দিনব্যাপী অনুষ্ঠান হাতে নেয়া হয়। আগামীতে সুবিধামত সময়ে অমৃত উৎসবের আয়োজন করা হবে। দক্ষিণাঞ্চলের সামাজিক ইতিহাসে সমাজসেবক, শিক্ষানুরাগী, মানবদরদী, দানবীর অমৃত লাল দে ১৯২৪ সালের ২৭জুন শরিয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডীপুরের পাঁচগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রাসমোহন দে। মা সারদা সুন্দরী দে। তাঁর সহধর্মিনী ছিলেন শ্রীমতি যোগমায়া দে।