ভোলার কুঞ্জেরহাটে আল-হিকমাহ মাদ্রাসায় সিসি ক্যামেরার উদ্বোধন ভোলার কুঞ্জেরহাটে আল-হিকমাহ মাদ্রাসায় সিসি ক্যামেরার উদ্বোধন - ajkerparibartan.com
ভোলার কুঞ্জেরহাটে আল-হিকমাহ মাদ্রাসায় সিসি ক্যামেরার উদ্বোধন

3:58 pm , June 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেলার  কুঞ্জেরহাট বাজারের আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় সিসি ক্যামেরার উদ্বোধন করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
গতকাল দুপুরে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকিরের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার উপশহর খ্যাত কুঞ্জেরহাট বাজারে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।
সরকারি, বেসরকারি ও প্রাইভেট মিলিয়ে প্রায় ২৫/৩০ টি প্রতিষ্ঠান শিক্ষার আলোড়ন ছড়াচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহিন ফকির বলেন, পুলিশের কাজ হলো সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় নিয়োজিত থাকা।
তাই  প্রতিদিনের মনিটরিং এর অংশ হিসেবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধের প্রবনতা রোধে বোরহানউদ্দিন থানা পুলিশ  সিসি ক্যামেরা উদ্বোধন ও মনিটরিং চালু করেছে।
এসআই মো. মনির হোসেন এর সভাপতিত্বে আল-হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় এবং  এসআই রেহান উদ্দিনের সভাপতিত্বে গ্রীন ভিউ মডেল স্কুলে সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক নিজাম উদ্দিন হাওলাদার  বলেন, আমরা চেষ্টা করি কোমলমতি শিক্ষার্থীদের শতভাগ সাফল্য অর্জনের জন্য। এ ক্ষেত্রে কিছু ঘাটতি থাকলে শুভাকাঙ্খীদের পরামর্শ দেওয়ার অনুরোধ করছি।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, শিক্ষা প্রতিষ্ঠানে যাতে অরাজকতা ও বখাটেদের আনাগোনা না থাকে তাই আমরা এই উদ্যোগ নিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT